রামগড়ে মুদি দোকান ও আড়তে অভিযান, জরিমানা আদায়
তাজু কান্তি দে খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে ভোক্তা অধিকার আইনে ৭টি মুদি দোকান ও আড়ত দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) সন্ধায় রামগড় বাজার ও সোনাইপুল বাজারে আলুর আড়তে ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ‘কৃষি বিপনন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় ৫টি মুদি দোকান ও ২টি পাইকারী আড়তকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।