Home অপরাধ রামগড়ে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
সেপ্টেম্বর ২৩, ২০২৩

রামগড়ে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ   রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে

আনোয়ার হোসেন(২৪) নামে একজন কে (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

একটি সমাজ, জাতি, অর্থনীতি ধংসের সবচেয়ে বড় হাতিয়ার মাদক। তাই মাদক কে স্বমুলে উৎপাট এর লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার এর নের্তৃত্বে এবং দিক-নির্দেশনায় খাগড়াছড়ি জেলার সকল থানা, ফাঁড়ি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুত্রুবার (২২ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে রামগড় থানায় কর্মরত উপ-পরির্দশক এসআই(নিঃ)/ ফরহাদুল হক, সঙ্গীয় এএসআই(নিঃ) সাদ্দাম হোসেন সহ সংগীয় ফোর্স থানা এলাকায় রাত্রীকালীন বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৮নং ওয়ার্ডস্থ সোনাইপুল বাজার ফরেষ্ট অফিসের গেইটের সামনে অভিযান পরিচালনা করে আসামী আনোয়ার হোসেন(২৪)কে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামী মো.আনোয়ার হোসেন (২৪)
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সদুকারবারীপাড়া এলাকার বাসিন্দা মৃত মফিজুর রহমান এর ছেলে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *