Home অপরাধ মানিকছড়ি থানার বিশেষ অভিযানে চোলাই মদ সহ ৩ জন আসামী গ্রেফতার। 
সেপ্টেম্বর ২৩, ২০২৩

মানিকছড়ি থানার বিশেষ অভিযানে চোলাই মদ সহ ৩ জন আসামী গ্রেফতার। 

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জনাব মুক্তা ধর (পিপিএম বার) মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ, কে, এম কামরুজ্জামান মহোদয় ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম মহোদয় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ ২১/০৯/২০২৩খ্রিঃ তারিখ রাত ২১.৪৫ ঘটিকার সময় মানিকছড়ি থানাধীন ১নং মানিকছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামতলা সাকিনস্থ মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম টু খাগড়াছড়িগামী আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর বিশেষ অভিযান ডিউটি করাকালে ৪০( চল্লিশ ) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার সহ  আসামী ০১। মিঞোইউ মারমা(৩৫), ০২। মাখ্যাই চিং মারমা(৪৩) ০৩। শিশু চন্দ্র চৌধুরী(৪৭) গনকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীগনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *