মানিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পৃথক অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা ও ৩৯ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে এবং মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন হেলাল উদ্দিন (৩৫) এবং আলম (৪০)। এর মধ্যে হেলাল উদ্দিন উপজেলার গচ্ছাবিল এলাকার আবুল কালাম ওরফে বাচ্চু’র সন্তান আর আলম উপজেলার দক্ষিণ একসত্যাপাড়ার মৃত ইমান আলীর সন্তান।
বুধবার দুপুর আড়াইটায় উপ-পরিদর্শক(এস.আই) মো. আশিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স গচ্ছাবিল এলাকা থেকে মো. হেলাল মিয়া (৩৫) কে ৪৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন। সে এলাকার আবুল কালাম প্রকাশ বাচ্চু মিয়ার সন্তান। পরে আটককৃত আলম ও হেলাল মিয়ার বিরুদ্ধে পুলিশ মাদক আইনে পৃথক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেন।
অপরদিকে মঙ্গলবার গভীর রাতে মানিকছড়ি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার রহমান নগরস্থ এক দোকানের সামনে উপ-পরিদর্শক মো. এন্তেজারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ আলমের শরীর তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’