১০ ব্যাংককে কেন্দ্রিয় ব্যাংকের শোকজ
নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কেনাবেচার প্রমাণ পাওয়ায় ১০ ব্যাংককে শোকজ করেছে বাংলাদেশ ব্যাংক।
ডলার কেনাবেচা-সংক্রান্ত কেন্দ্রিয় ব্যাংকের নির্দেশনা অমান্য করায় অভিযুক্ত ব্যাংকগুলোকে মঙ্গলবার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক জানিয়েছেন, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তিনি ব্যাংকগুলোর নাম প্রকাশ করেননি।
এ তালিকায় দেশি-বিদেশি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে। এর আগে গত জুলাইতে ১৩টি ব্যাংকের বিরুদ্ধে ডলার দর নিয়ে কারসাজির অভিযোগ পেয়ে অধিকতর তদন্তে নেমেছিল কেন্দ্রীয় ব্যাংক। সেগুলোর মধ্যে ১০টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।