রামগড়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষার দায়িত্বে নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অভিযানে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার পিলাকছড়া থেকে এসব মদ জব্দ করা হয়।
সূত্র জানায়, ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ জাহাংগীর হোসেন এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মদ পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।