Home অপরাধ বাগেরহাটের মোরেলগঞ্জে ১১শ ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
সেপ্টেম্বর ১৯, ২০২৩

বাগেরহাটের মোরেলগঞ্জে ১১শ ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

এস এম সাইফুল ইসলাম কবির. বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে রবিউল ইসলাম হাওলাদার (২০) নামে এক যুবককে ১১শ ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৬টার দিকে ঘষিয়াখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রামপাল উপজেলার ডালিপাড়া গ্রামের শাহালম হাওলাদারের ছেলে রবিউল একজন পেশাদার মাদক বিক্রেতা বলে থানা পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান রাত ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মোরেলগঞ্জ থেকে ইয়াবার একটি চালান নিয়ে এক যুবক বাগেরহাটের দিকে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রবিউলকে হাতেনাতে গ্রেফতার করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
####
ছবি সংযুক্ত।
(এস এম সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট জেলা প্রতিনিধি
০১৭১১৩৭৭৪৫০
তাং ১৮/০৯/২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *