Home বিনোদন ডনের সঙ্গে সালমানের লং ড্রাইভে যাওয়ার গল্প
সেপ্টেম্বর ১৯, ২০২৩

ডনের সঙ্গে সালমানের লং ড্রাইভে যাওয়ার গল্প

আজ ১৯ সেপ্টেম্বর, প্রয়াত তারকা সালমান শাহর জন্মবার্ষিকী। সতীর্থকে ভোলেননি তাঁর বন্ধুরা। অতীত হয়ে যাওয়া সালমান এ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি চর্চার নাম। এই দিনে তাঁর বন্ধু খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ডন জানালেন সালমানের লং ড্রাইভে যাওয়ার গল্প

সালমান শাহ
সালমান শাহ

কাজ শেষে লং ড্রাইভে

চলচ্চিত্রে সালমান শাহর কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন আশরাফুল হক, সবাই যাকে ডন নামেই চেনেন। চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন। সালমান শাহ আর ডন একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। এই অভিনেতা প্রথম আলোকে জানান, সালমান সবচেয়ে বেশি পছন্দ করতেন ড্রাইভিং। কাজ শেষ করে প্রতি রাতেই লং ড্রাইভে বেরিয়ে পড়তেন দুই বন্ধু। বেশির ভাগ দিন কোনো নির্দিষ্ট গন্তব্য থাকত না। গন্তব্যহীন ঘুরে বেড়াতেন ইচ্ছেমতো।

আশরাফুল হক, সবাই যাকে ডন নামেই চেনেন
আশরাফুল হক, সবাই যাকে ডন নামেই চেনেনছবি : ডনের ফেসবুক

ডন বলেন, সালমান একটু জোরেই চালাতেন গাড়ি। বেশির ভাগ রাতে চলে যেতেন গুলশানের একটি রেস্তোরাঁয়। একেবারে সাধারণ সে রেস্তোরাঁর মিল্কশেক খুব পছন্দ ছিল তাঁর। এমনও হয়েছে, শুধু সালমানের জন্য রাতে দোকান খোলা রেখেছেন দোকানদার। মিল্কশেক খেয়ে, আড্ডা দিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন!

উত্তরার ফুটপাতের একটি দোকানের চিতই পিঠা খুব পছন্দ ছিল। একজন বয়স্ক নারী বানাতেন পিঠা। সালমান ও ডন মিলে প্রায়ই যেতেন সেখানে। সালমান ‘নানি’ সম্বোধন করতেন ওই নারীকে। দেখা যেত, এক বসায় একেকজন ৯-১০টি পিঠা খেয়ে ফেলেছেন। বিল দিতেন ইচ্ছেমতো, দামের চেয়ে অনেক বেশি। দেখা যেত ৮টি পিঠা খেয়ে ৫০০ টাকা দিয়ে দিতেন। সে সময়ের হিসাবে টাকার পরিমাণ কম ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *