Home সারাদেশ জবি মার্কেটিং ডিবেটিং ক্লাবের নেতৃত্বে নাদিম ও নওশাদ
সেপ্টেম্বর ১৭, ২০২৩

জবি মার্কেটিং ডিবেটিং ক্লাবের নেতৃত্বে নাদিম ও নওশাদ

তৌকির আহমেদ, জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের বিতর্ক সংগঠন মার্কেটিং ডিবেটিং ক্লাব, জবির পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। বিভাগের ১৩ তম ব্যাচের নাদিম আহামেদকে সভাপতি এবং একই ব্যাচের জুবায়ের হোসেন নওশাদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষিত হয়। রোববার মার্কেটিং বিভাগের আনুষ্ঠানিক নোটিশ সূত্রে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি তরুণ সাহা এবং সুমনা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন সাব্বির আহমেদ ও সাইফুল হোসেন। সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, প্রশিক্ষন ও কর্মশালা সম্পাদক ফাহিম আহমেদ , অর্থ সম্পাদক তামিম রেজা উদ্যান, দপ্তর সম্পাদক সৈয়দ জুনায়েদ হোসেন।
এছাড়াও প্রচার সম্পাদক মুশফিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুর রহমান জনি, সহ অর্থ সম্পাদক হালিমা খাতুন বুশরা , সহ দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হাসান ও সহ প্রচার সম্পাদক সরজ ঢালি। কার্যনির্বাহী সদস্যরা হলেন, তানসিফ জাহান, কাজী মুহাইমিনুল ইসলাম, রব্বানী রাশা, মাহদি মোহাম্মাদ শুভ ও আফরোজা আক্তার শোভা।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ও মার্কেটিং ডিবেটিং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। তারা তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুন নতুন বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করবে, যা শিক্ষার্থীদের আরো যুক্তিবাদী হওয়ার প্রয়াসের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের শিক্ষার্থীদের এমন সৃজনশীল কাজে সবসময় পাশে থাকার চেষ্টা করব।
মার্কেটিং ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ইমরানুল হক বলেন, নতুন কমিটিকে অভিনন্দন। আমাদের নতুন কমিটি আগের কমিটি থেকে অনেক বেশি ডায়নামিক। এখানে সবাই পরীক্ষিত এবং সবাই ক্লাবের জন্য যথেষ্ট কাজ করে আজ দায়িত্বভার গ্রহণ করেছে। ক্লাব মডারেটর হিসাবে আমি আশা করবো তারা দক্ষতার সাথে আরো দারুন কাজ উপহার দিবে। মার্কেটিং ডিবেটিং ক্লাবকে শুধু জগন্নাথ বিশ্বববিদ্যালয় না দেশের অন্যতম সেরা ক্লাব হিসাবে তৈরি করবে। এবং বিভাগের শিক্ষার্থীদের আত্মউন্নয়নমূলক কাজে আরও ভাল করবে এটাই প্রত্যাশা।
ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে বলেন, আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভাগের সহযোগিতা এবং আমরা সহ সংগঠনের সবার পরিশ্রমে আরও সুন্দর সুন্দর আয়োজন উপহার দেয়ার চেষ্টা করব। বিভাগে একঝাক সেরা ডিবেটর তৈরী করে বিতর্ক জগতে নিজেদের শক্ত অবস্থান তৈরী করার চেষ্টা করবো। চলতি বছরের ২৭ আগষ্ট বার্ষিক সাধারন সভায় আংশিক কমিটি গঠন করা হয় এবং ৫ সেপ্টেম্বর “ডিবেটিং ডার্বি ১.০ ” ফাইনাল অনুষ্ঠানে আংশিক কমিটি ঘোষিত হয়। অভ্যন্তরীণ কাজ শেষে আজ মার্কেটিং ডিবেটিং ক্লাবের উপদেষ্টা ও মডারেটর পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করেন।
উল্লেখ্য, মার্কেটিং ডিবেটিং ক্লাব বিভাগের একাডেমিক কমিটি অনুমোদিত একটি স্বতন্ত্র গঠনতান্ত্রিক সংগঠন এবং “মার্কেটিং ডিবেটিং ক্লাব, জবি” নামে অগ্রণী ব্যাংক জবি শাখায় ক্লাবের ব্যাংক হিসাবের মাধ্যমের সকল আনুষ্ঠানিক আর্থিক হিসাব সংরক্ষন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *