Home সারাদেশ ময়মনসিংহের ভালুকায় পরপর আপন দুই ভাই এর আত্মহত্যা।
সেপ্টেম্বর ১৬, ২০২৩

ময়মনসিংহের ভালুকায় পরপর আপন দুই ভাই এর আত্মহত্যা।

সালমান হুসাইন, ভালুকা প্রতিনিধি:  ময়মনসিংহে ভালুকায় চার দিনের ব্যবধানে মোঃ তারা মিয়া, (২২) এবং  মোঃ মনজুরুল ইসলাম (১৮) নামের দুই আপন ভাইয়ের আত্মহত্যা করেছে।
নিখোঁজের চার দিন পর গত (১১ সেপ্টেম্বর) বাড়ির পূর্ব পাশের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
বড় ভাই তারা মিয়ার মৃত্যুর চার দিনের ব্যবধানে গত কাল বৃহস্পতিবার (১৪  সেপ্টেম্বর) সকালে নিজ ঘরের ছোট ভাই মনজুরুল ইসলাম গলায় রশি দিয়ে আত্মহত্যার  করে।
 পুলিশ জানায়, গত শনিবার বাড়ীর পাশের জঙ্গলের একটি গাছে ঝুলন্ত অবস্থায় বড় ভাই তারা মিয়া ও বৃহস্পতিবার সকালে নিজ ঘর থেকে ছোট ভাই মনজুরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের স্বজনরা জানায়, পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য থাকায় তারা আত্মহত্যা করতে পারে। এর দুই বছর আগেও নিহতদের মা হাজেরা বেগম গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছিলো। নিহত তারা মিয়া ও মনজুরুল ইসলাম উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের আবুল কালামের দুই ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *