Home খেলা বৃষ্টিভেজা মাঠে আগে ব্যাট করছে পাকিস্তান, পূর্বঘোষিত একাদশে পরিবর্তন
সেপ্টেম্বর ১৪, ২০২৩

বৃষ্টিভেজা মাঠে আগে ব্যাট করছে পাকিস্তান, পূর্বঘোষিত একাদশে পরিবর্তন

মাঠে নেমেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি হয়েছে তারা। এই ম্যাচের জয়ী দল উঠে যাবে এশিয়া কাপের ফাইনালে, হারলেই শেষ শিরোপা জয়ের স্বপ্ন। বৃষ্টি বাঁধায় নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হয়েছে খেলা।

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার কলম্বোতে প্রতিদ্বন্দ্বীতা করছে এশিয়া কাপের দুই স্বাগতিক দেশ পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর প্রেমাদাসায় টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তান অধিনায়ক বাবর আজমের।

এদিকে বৃষ্টির কারণে ৩:৩০ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও করা যায়নি, খেলা শুরু হয়েছে ৫:৪৫ মিনিটে। ফলে প্রয়োগ করা হয়েছে বৃষ্টি আইন। খেলা হবে ৪৫ ওভার করে। যার ৯ ওভার থাকবে পাওয়ার প্লে।

নিজেদের প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে উভয় দল। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশের বিপক্ষে, বিপরীতে দ্বিতীয় ম্যাচে হেরেছে ভারতের কাছে। দুই দলের পয়েন্টও সমান, ২। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত।

পাকিস্তান একাদশ
ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, ওয়াসিম জুনিয়র ও জামান খান।

শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *