Home বিশ্ব বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ
সেপ্টেম্বর ১৪, ২০২৩

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতি, বিশেষ করে মানবাধিকার সংগঠন অধিকারের মামলা নিয়ে এক যৌথ প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট।

ইউরোপীয় পার্লামেন্টের মধ্য ডানপন্থী, সোশ্যাল ডেমোক্র্যাট ও বামপন্থীসহ সাতটি দল এই প্রস্তাব এনেছে। ফ্রান্সের স্ট্রাসবুর্গে স্থানীয় সময় বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে এই প্রস্তাবের ওপর পার্লামেন্ট অধিবেশনের বিতর্কে অংশ নেন ছয় সদস্য।

তারা বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি দেশে মানবাধিকার রক্ষা এবং জাতিসংঘের মানবাধিকার নীতি চর্চার সময় সুশীল সমাজের সংগঠনগুলো বাংলাদেশে সরকার ও বিচার বিভাগের হয়রানি-নিপীড়নের সম্মুখীন হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *