Home বিশ্ব ‘বুড়ো’ বাইডেন-ট্রাম্পকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বললেন রমনি
সেপ্টেম্বর ১৪, ২০২৩

‘বুড়ো’ বাইডেন-ট্রাম্পকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বললেন রমনি

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে ডেমোক্র্যাট জো বাইডেন ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটর মিট রমনি।

রিপাবলিকান দলের সাবেক এই প্রেসিডেন্ট প্রার্থী একই সঙ্গে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জায়গা করে দেওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন। রমনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

সিনেটর হিসেবে নিজের অবসরে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে গতকাল বুধবার গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন মিট রমনি।

ট্রাম্প ‘প্রতারক’: রমনি

ট্রাম্প 'প্রতারক': রমনি

উটাহর রিপাবলিকান সিনেটর রমনি বলেন, সিনেটর পদে পুনর্নির্বাচিত হতে তিনি আর লড়বেন না। কারণ, এখন নতুন প্রজন্মের নেতাদের সময়।

৭৬ বছর বয়সী রমনির রাজনৈতিক ক্যারিয়ারের বয়স ২০ বছর। এর মধ্যে তিনি ম্যাসাচুসেটসের গভর্নর হিসেবে পাঁচ বছর দায়িত্বে ছিলেন।

রমনি ২০১২ সালে রিপাবলিকান পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচনে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পরাজিত হন।

যুক্তরাষ্ট্রের সুপরিচিত এই রিপাবলিকান নেতাকে সাম্প্রতিক বছরগুলোয় বাইডেন ও ট্রাম্প—দুজনের সমালোচনায় সোচ্চার হতে দেখা গেছে।

সিনেটর হিসেবে রমনির বর্তমান মেয়াদ ২০২৫ সালের জানুয়ারিতে শেষ হবে। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি তাঁর দায়িত্বে থাকবেন।

ট্রাম্পকে প্রতারক ও দুষ্কৃতকারী বললেন রমনি

বর্তমান মেয়াদ শেষে আর নির্বাচন না করার বিষয়ে গতকাল বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্টে ঘোষণা দেন রমনি। তিনি বলেন, এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর বয়স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

রমনি বলেন, আরেক মেয়াদ শেষে তাঁর বয়স ৮০ বছর পেরিয়ে যাবে। সত্যি বলতে, এখন নতুন প্রজন্মের নেতাদের সময়।

কিন্তু রমনি বলেন, পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না ঠিকই, তবে তিনি তাঁর বিভিন্ন লড়াই থেকে অবসর নেবেন না।

ভিডিও পোস্টের পর রমনি তাঁর পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রিপাবলিকান পার্টিতে তরুণদের টানার বিষয়ে তিনি কাজ করতে চান। তিনি চান, তরুণেরা রিপাবলিকান পার্টিতে যোগ দিক, নির্বাচন করুক। রমনির মতে, উভয় দল তরুণ প্রজন্ম থেকে প্রার্থী বাছাই করলে তা ভালো হবে।

এখন কী করবেন রমনি?

বিবিসির এক প্রশ্নের জবাবে রমনি বলেন, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোটা বাইডেন ও ট্রাম্প উভয়ের জন্যই একটা মহৎ কাজ হবে। এতে উভয় দলই পরবর্তী প্রজন্মের কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেওয়ার সুযোগ পাবে।

বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৮০ বছর। তিনি আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স এখন ৭৭ বছর। তিনিও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *