ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে জবির প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেনিং একাডেমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য ‘পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক কর্মশালা’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীসহ ভবিষ্যৎ বিনিয়োগকারীদের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বৃদ্ধি করা।
গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডিএসই ( ঢাকা স্টক এক্সচেঞ্জের ) ট্রেনিং একাডেমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।উক্ত প্রশিক্ষণ কর্মশালার ৮৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মোঃ সোহেল হোসেন নামে এক শিক্ষার্থী বলেন , ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত ট্রেনিং প্রোগ্রাম আমাদের সুযোগ করে দিয়েছে পুঁজি বাজার সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন ও পুঁজি বাজারে বিনিয়োগে ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহনের বিবেচ্য বিষয় সমূহ। শেয়ার ক্রয় বিক্রয় ও বিনিয়োগে ক্ষেত্র নির্বাচন, আইপিও প্রসেস সম্পর্কে সরাসরি ধারণা প্রদান। এই প্রোগ্রাম মাধ্যমে পুঁজি বাজার দেশের উন্নয়নে ও জিডিপি বৃদ্ধিতে অবদান রাখা সম্পর্কে ও একটা স্পষ্ট ধারণা পাই আমরা।
প্রশিক্ষণে অংশগ্রহনকারী সাবিহা তাবাসসুম নামে আরেক শিক্ষার্থী বলেন , গদবাধা বইয়ের পাতায় আবদ্ধ তাত্ত্বিক জ্ঞান থেকে শেয়ারবাজার নিয়ে আমাদের জানার পরিধি ছিল ছোট তবে ডিএসই কতৃক আয়োজিত কর্মশালা হতে বাস্তব নির্ভর পুঁজিবাজার ও এর লাভজনক বিনিয়োগ সম্পর্কিত বিশদ আলোচনার মাধ্যমে আমাদের ধারণা কে প্রসারিত করেছেন।
ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন বলেন, এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে।
জবির ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার বলেন, আমি নিশ্চিত যে কর্মশালায় অর্জিত জ্ঞান এবং আমাদের ছাত্র এবং শিক্ষকদের উপর স্থায়ী প্রভাব ফেলবে এবং তারা যে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করেছে তা কেবল তাদের একাডেমিক জীবনের জন্য জন্য উপকারী নয় বরং তাদের ভবিষ্যত ক্যারিয়ারের সম্ভাবনার দরজাও খুলে দেবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেন, এ কর্মশালার মাধ্যমে একজন ভবিষ্যৎ বিনিয়োগকারী তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য জ্ঞান অর্জন করতে পারবেন। এ ধরনের উদ্যোগের ফলে আগামী প্রজন্ম বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হবে। যা পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।