Home নির্বাচন হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন গণতন্ত্র মঞ্চের নেতারা
সেপ্টেম্বর ১৩, ২০২৩

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন গণতন্ত্র মঞ্চের নেতারা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঙ্গলবার রাতে তাঁরা দেখা করেন।

হাসপাতাল থেকে ফিরে গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়া রাজনীতির বিষয়ে নিজে থেকে কিছু বলেননি। তবে তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি তাঁকে অবহিত করেছেন। তাঁরা যে আগামী অক্টোবর মাস থেকে একটি জোরাল আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, সে কথা জানিয়েছেন। তিনি আন্দোলনের প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন।

মাহমুদুর রহমান জানান, তাঁদের মধ্যে একজন খালেদা জিয়াকে বলেছেন, সরকার নির্বাচনের জাল বিছিয়ে আবারও পাতানো নির্বাচনের ফাঁদে ফেলার চেষ্টা করবে। এ সময় তিনি বলেছেন, কোনোভাবেই এই সরকারের অধীন নির্বাচনে যাওয়া যাবে না।

প্রতিনিধিদলে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *