Home বিনোদন সিনেমার চরিত্র যেভাবে বদলে দিল জেফারকে
সেপ্টেম্বর ১৩, ২০২৩

সিনেমার চরিত্র যেভাবে বদলে দিল জেফারকে

দুই বছর পেরোয়নি ইলহাম। গায়িকা জেফার রহমানের নায়িকা হওয়ার পেছনে ছোট্ট ইলহামের হাত রয়েছে। ইলহামের বাবা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘মনোগামী’ সিনেমায় অভিনয় করেছেন জেফার। সিনেমার ‘কাস্টিং ডিরেক্টর’ হিসেবে ইলহামের নাম থাকবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ইলহামের ভূমিকা কাস্টিং ডিরেক্টরের চেয়ে কোনো অংশেই কম নয়।

জেফার রহমান
জেফার রহমানছবি: ফেসবুক

ইলহামের বয়স এখন ১ বছর ৮ মাস; সবে আধো আধো বুলি ফুটেছে। সেই একরত্তি মেয়ে কীভাবে কাস্টিং ডিরেক্টরের ভূমিকায়—এই প্রশ্নের উত্তর জেফারের কাছেই মিলল। গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জেফার জানালেন, তাঁর ‘ঝুমকা’ গানটি ইলহামের ভীষণ পছন্দের, বারবার শুনতে চাইত সে।
ইলহামের জন্যই গানটি বারবার বাজত তারকা জুটি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার বাসায়। গানের ভিডিও চিত্রে জেফারকে দেখে পছন্দ হয় তিশার; এই সিনেমায় জেফারকে নেওয়া যায় কি না, সেটা ফারুকীর সঙ্গে আলাপ করেন তিশা। ‘মনোগামী’ সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে জেফারের মিল থাকায় তাঁকে ভাবা হয়, পরে অভিনয়ের পরীক্ষা দিয়েই সুযোগ মিলেছে জেফারের।
আগস্ট থেকে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের সিনেমাটির দৃশ্য ধারণে যোগ দিয়েছেন জেফার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এসে দৃশ্য ধারণ শেষ করেছেন তিনি। প্রথম সিনেমায় সহশিল্পী হিসেবে চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাকে পেয়েছেন জেফার।

জেফার রহমান
জেফার রহমানছবি: ফেসবুক

সংগীতে প্রায় আট বছরের ক্যারিয়ারে বহুবার অভিনয়ের প্রস্তাব পেয়েছেন জেফার। তবে কোনো প্রস্তাবেই গা করেননি। কাঙ্ক্ষিত চরিত্র, গল্প আর নির্মাতার অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, ‘এই (মনোগামী) প্রস্তাবটা পেয়ে মনে হলো, এই সিনেমার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছিলাম। এই চরিত্রে হয়তো আমি কিছু করতে পারব। আর ফারুকী ভাইয়ের মতো নির্মাতার কাজ করাটা আমার কাছে অনেক বড় বিষয়।’
সিনেমায় জেফারের চরিত্রের নাম লামিয়া। লামিয়াকে ধরলেন কীভাবে? ‘ফারুকী ভাই চরিত্রটি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমার ওপর ফারুকী ভাই বিশ্বাস করেছিলেন। আমার লুকের বিষয়টি নিয়েও আলোচনা করেছি। কাজটা করতে গিয়ে নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছি,’ বলেন জেফার।

লামিয়া চরিত্রে জেফার রহমান
লামিয়া চরিত্রে জেফার রহমান

লামিয়া বদলে দিল জেফারকে
‘মনোগামী’র দৃশ্য ধারণ সবে শেষ হলো, এখনো মুক্তি পায়নি। তাহলে লামিয়া কীভাবে জেফারকে বদলে দিল? কোঁকড়ানো-ঝাঁকড়া চুলে, পাশ্চাত্যের পোশাকে এক উচ্ছল তরুণীর প্রতিশব্দ ছিলেন জেফার। লামিয়া চরিত্রে খোলা চুলে, শাড়িতে বাঙালি বেশভূষায় পাওয়া যাবে তাঁকে।
সিনেমার দৃশ্য ধারণ শেষ হলেও সেই বেশভূষাকে ব্যক্তিগত জীবনেও ধারণ করেছেন তিনি। গত শুক্রবার মেরিল–প্রথম আলো পুরস্কারের আয়োজনেও খোলা চুলে, শাড়ি, হাতকাটা ব্লাউজে, কানে ঝুমকায় স্নিগ্ধ সাজে দেখা গেছে জেফারকে।
সিনেমার দৃশ্য ধারণের সময় দিনের পর দিন চুল খোলা রাখতে রাখতে মানিয়ে নিয়েছেন জেফার। পরে এই লুকেই থিতু হয়েছেন। জেফারের ভাষ্যে, ‘অনেকেই আমাকে দেখে চিনতেই পারেনি, এটা খুব মজার ছিল।’

গত শুক্রবার মেরিল–প্রথম আলো পুরস্কারের আয়োজনেও খোলা চুলে, শাড়ি, হাতকাটা ব্লাউজে, কানে ঝুমকায় স্নিগ্ধ সাজে দেখা গেছে জেফারকে
গত শুক্রবার মেরিল–প্রথম আলো পুরস্কারের আয়োজনেও খোলা চুলে, শাড়ি, হাতকাটা ব্লাউজে, কানে ঝুমকায় স্নিগ্ধ সাজে দেখা গেছে জেফারকেছবি: কবির হোসেন

অভিনয়েই থেকে যাবেন? একটু ভেবে জেফার বললেন, ‘এই রকম ভালো কাজ পেলে করব। অভিনয়টা শখের জায়গায় থাকতে পারে। তবে খুব বেশি দেখা যাবে না। অভিনয় উপভোগই করছি।’ সঙ্গেও এটাও বললেন, ‘সৃজনশীলতা নানাভাবে প্রকাশ করা যায়। এত দিন তা গানে প্রকাশ করেছি, এখন নতুন আরেকটা মাধ্যম পেলাম।’
সিনেমায় লামিয়া চরিত্রকে ভেবে একটি গানও লিখেছেন জেফার। নিজের সুরে গানে কণ্ঠও দিয়েছেন তিনি।

জেফার রহমান
জেফার রহমানছবি: ফেসবুক

সিনেমার বাইরে
প্রথম সিনেমা বলে কথা, কোনো খামতি রাখতে চাননি জেফার। অভিনয়ের জন্য গান থেকে পুরোপুরি বিরতি নিয়েছিলেন। সিনেমার দৃশ্য ধারণ শেষে এবার গানে ফিরছেন। এই বছরের শেষ ভাগে একটি গানের ভিডিও চিত্র নিয়ে আসবেন জেফার।
এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি শিল্পী মুজার সঙ্গে জেফারের দ্বৈত গান ‘ঝুমকা’ স্পটিফাই, ইউটিউবে ট্রেন্ডিংয়ে ছিল; বাংলাদেশ ছাড়িয়ে কলকাতার শ্রোতাদের মধ্যেও জনপ্রিয়তা পায় গানটি। ২০১৭ সালে প্রথম অ্যালবাম ‘আনকেইজড’ প্রকাশ করেন জেফার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *