Home তথ্য প্রযুক্তি চলে গেলেন পাওয়ার পয়েন্ট কো-ক্রিয়েটর ডেনিস অস্টিন
সেপ্টেম্বর ১৩, ২০২৩

চলে গেলেন পাওয়ার পয়েন্ট কো-ক্রিয়েটর ডেনিস অস্টিন

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কো-ক্রিয়েটর ডেনিস অস্টিন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে গত ১ সেপ্টেম্বর ৭৬ বয়সে তার মৃত্যু হয়। দ্য ওয়াশিংটন পোস্ট। ডেনিস অস্টিনের ছেলে মাইকেল অস্টিন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, তার বাবা ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন, যা পরবর্তীতের মস্তিষ্কেও ছড়িয়ে পড়ে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার পর ‘ফোরথট’ নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠানে ডেভেলপার হিসাবে যোগ দেন অস্টিন, কাজ করেন পাওয়ার পয়েন্ট প্রতিষ্ঠায়। ওয়াশিংটন পোস্টের তথ্যানুসারে, প্রতিষ্ঠানটি ১৯৮৭ সালে পাওয়ার পয়েন্ট উন্মুক্ত করে। পরে সেটি কিনে নেয় মাইক্রোসফট। পাওয়ার পয়েন্টের প্রাথমিক ডেভেলপার হিসাবে ১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত কাজ করেন অস্টিন। মাত্র ১৪ মিলিয়ন ডলারে কিনে নিলেও ১৯৯৩ সালের মধ্যে পাওয়ার পয়েন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার আয় করে মাইক্রোসফট। সংস্থাটি তাদের অন্যান্য অফিস পোগ্রামের সঙ্গে এটিকে যুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *