আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয়: ড. আসিফ নজরুল
আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশেষজ্ঞ ড. আসিফ নজরুল।
রোববার(১০ই সেপ্টেম্বর)নিউইয়র্কের কুইন্সে ভাসানী ফাউন্ডেশনের ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সংগঠনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে কুইন্স প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুদ্দিন নাসের। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ইমরান আনসারি।
এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, আগের রাতে ভোট মুক্তিযুদ্ধের চেতনা নয়। বিনাবিচারে মানুষ হত্যা মুক্তিযুদ্ধের চেতনা নয়। মাওলানা ভাসানী ছিলেন মুক্তিযুদ্ধের বিশুদ্ধ চেতনার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ভাসানীর লংমার্চ। আজকে ক্ষমতায় থাকার জন্য দেশকে বিকিয়ে দেয়া হচ্ছে। অন্য দেশকে স্বামী বলা হচ্ছে। আসিফ নজরুল আরও বলেন, বাংলাদেশে সেক্যুলারিজমের নামে ইসলামের বিরুদ্ধে কাজ করছে একদল মানুষ। ধর্মীয় রাজনীতিকদের দমন করা হচ্ছে।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দীর্ঘ সংগ্রামী জীবনের ওপর আরও আলোচনা করেন ভাসানী বিশেষজ্ঞ সৌমিত্র দস্তিদার, ড. লাইলী উদ্দীন, মোহাম্মদ হোসেন খান, ডা. ওয়াদুদ ভূঁইয়া, ড.আবিদ বাহার,নাহিদুল এইচ খান, প্রফেসর দেওয়ান শামসুল আরেফিন, সৈয়দ টিপু সুলতান, ফকরুল আলম, আজহারুল হক মিলন, কাজী আযম, মোহাম্মদ আলী, মাহমুদুর রেজা চৌধুরী, সন্তলি হক, হাসান আলী, আমিন মেহেদী, সাঈদ তারেক, আবুল কাশেম, আশরাফুজ্জামান, আসিফ আকরাম, ইঞ্জি.আব্দুল খালেক, দারাদ আহমেদ, লুৎফর রহমান হেলাল, এডভোকেট মজিবুর রহমান, আনোয়ার হোসেন লিটন, আবু তালেব চান্দু, প্রফেসর সৈয়দ আজাদ, মাহতাব উদ্দীন আহমেদ, কাজি ফৌজিয়া, সাংবাদিক কাজি শামসুল হক, ডা. ওয়াজেদ এ খান, আবু তাহের, মনোয়ারুল ইসলাম, রতন তালুকদার, মোহাম্মদ সাইয়িদ ও মিজানুর রহমান। আলোচকরা গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ভাসানীর মতো সাহসী নেতৃত্বের প্রয়োজনীতা অনুভব করেন।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন রিজিয়া পারভীন, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায় ও হাসান মাহমুদ। অনুষ্ঠানে মাওলানা ভাসানীর জীবন নিয়ে তথ্যচিত্র তুলে ধরেন সৌমিত্র দস্তিদার। সম্মেলনে ভাসানীর তথ্য সমৃদ্ধ একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। সুভ্যেনির কমিটির আহবায়ক ও ম্যগাজিন সম্পাদনায় ছিলেন যথাক্রমে ইমরান আনসারি ও শামসুল আরেফিন।