Home জেলা রাজনীতি আওয়ামী লীগ নেতাদের কথার জবাব দিতে লজ্জা লাগে: মির্জা ফখরুল
সেপ্টেম্বর ১১, ২০২৩

আওয়ামী লীগ নেতাদের কথার জবাব দিতে লজ্জা লাগে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নেতাদের কথার জবাব দিতে রুচিতে বাধে। মানুষ এখন অন্তর থেকে আওয়ামী লীগ সরকারের পরিবর্তন চায়।

সোমবার (১১ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জগদ্দল পাথরের মতো এই দানবীয় সরকার জাতির ওপর চেপে বসে আছে। দানব বলেছি এই কারণে যে, তারা সবকিছু তছনছ করে দিয়েছে। আমাদের সব অর্জনগু তারা নষ্ট করে দিয়েছে। মানুষ এখন অন্তর থেকে পরিবর্তন চায়। প্রতিটি মুহূর্তে এদেশের মানুষ এখন এই সরকারকে সরে যেতে দেখতে চায়।

তরুণদের এগিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই দেশ ও জাতিকে রক্ষা করতে। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। জাফরুউল্লাহ ভাই সংগ্রাম করে গেছেন। আসুন, আমরা এই দেশ জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে করি।

ফখরুল বলেন, জাফরুল্লাহ ভাই তার যোগ্যতায় কতটুকু সম্মান দেশ থেকে পেয়েছেন জানি না। তবে তাকে জাতি আজীবন মনে রাখবেন। তিনি মানবকল্যাণে কাজ করেছেন। তিনি চলে গেলেও তার আদর্শ রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *