Home অপরাধ চট্টগ্রামে দিনদুপুরে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন
সেপ্টেম্বর ১১, ২০২৩

চট্টগ্রামে দিনদুপুরে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন

চট্টগ্রাম নগরে দিনদুপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। তাঁর নাম মো. হোসেন মান্না (৪৫)। তিনি সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

আজ রোববার দুপুরে পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, হোসেনকে ছুরিকাঘাত করেন জসিম উদ্দিন নামের এক ব্যক্তি।

আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জসিম উদ্দিন স্থানীয় ওয়ার্ড যুবলীগের কর্মী। নিহত মো. হোসেন মান্না সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ জানায়, জসিমের কাছে ১০ হাজার টাকা পান হোসেন। কিন্তু জসিম সেই টাকা পরিশোধ করেননি। এ কারণে মারধর ও ভয়ভীতির অভিযোগে জসিমের বিরুদ্ধে আদালতে একটি নালিশি মামলা করেন হোসেন। পাহাড়তলী থানা-পুলিশ মামলাটি তদন্ত করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেলা দুইটার দিকে মধ্যম সরাইপাড়ার হাজী আশরাফ আলী মাদ্রাসা এলাকায় হোসেন ও জসিমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেনকে ছুরিকাঘাত করেন জসিম। এতে পাশে থাকা হোসেনের ছেলে মো. অমিতও আহত হন। আহত অবস্থায় হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ছেলে মো. অমিত হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের বলেন, তাঁর বাবাকে প্রকাশ্যে ছুরি মেরেছেন যুবলীগ কর্মী জসিম। তাঁর বাবা জসিমের কাছে টাকা পান। ওই টাকা চাওয়ায় নানাভাবে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তিনি।

জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, জসিমের কাছে ১০ হাজার টাকা পান হোসেন। নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে পূর্ববিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে।

এদিকে হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এখনো কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *