মানিকছড়ি থানার বিশেষ অভিযানে ১১পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২জন আসামী গ্রেফতার।
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর (পিপিএম বার)মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ, কে, এম কামরুজ্জামান মহোদয় ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম মহোদয় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ আশিকুল ইসলাম সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ ০৯/০৯/২০২৩খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় মানিকছড়ি থানাধীন ১নং মানিকছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে হিরন ডেকোরেটর এর ভিতর বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করিয়া ১১ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামি ১ মোঃ রবিউল ইসলাম (২৬) ও ০২। মোঃ রায়হান হোসেন (২৬) কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু করা হয় যথাসময়ে আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।