মাটিরাঙ্গার গোমতি থেকে মাদককারবারি গ্রেপ্তার
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় গাঁজাসহ মো. মনির হোসেন ওরফে রাজ (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন-মো. মনির হোসেন (২৭) মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের ৫নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকার মো. জামাল হোসেন এর ছেলে।
গতকাল ম্যধরাতে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া এর দিক নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৫৫০ গ্রাম গাঁজাসহ আসামী মোঃ মনির হোসেন ওরফে রাজ (২৭)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থানাধীন গোমতী ইউনিয়নের ০৬নং ওয়ার্ড গোমতী বাজারের পশ্চিম মাথায় আল আমিনের জ্বা লানি তেলের দোকানের সামনে গোমতী – শান্তিপুর পাকা রাস্তার উপর মো. মনির হোসেন এর কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৫৫০গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মো.জাকারিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ প্রক্রিয়াধীন। আসামিকে বিধি মোতাবেক যথা সময়ে আদালতে সোর্পদ করা হবে।