আওয়ামী লীগের কাছে সেলফি ক্ষমতার উৎস: আলাল
আওয়ামী লীগের কাছে সেলফি ক্ষমতার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। রবিবার (১০ সেপ্টেম্বর) জামালপুর জজ কোর্টের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সেলফি যদি সবকিছু হতো তাহলে আমেরিকার মতো গণতান্ত্রকামী দেশ এই দেশ নিয়ে এতো কথা বলতো না। তারা (আওয়ামী লীগ) সেলফি নিয়ে সুখে আছে। তারা ওটা নিয়েই থাকুক।
যুবদলের সাবেক এই সভাপতি বলেন, এক সেলফি যদি এত কিছু হয় তাহলে দেশের জনগণ যে নির্যাতিত নিপীড়িত হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কোন ঠাসা হয়ে পড়েছে। আমাদের নেতাকর্মীরা জেলখানায় ঢুকছে বের হচ্ছে মামলার কারণে এ সেলফি কে তুলবে? সেলফি যদি সবকিছু হত তাহলে আমেরিকার মতো গণতান্ত্রিক আমি দেশ এই দেশ নিয়ে এত কথা বলতো না। তারা সেলফি নিয়ে সুখে আছে। তারা ওটা নিয়েই থাকুক।
উল্লেখ্য, রাজশাহী জেলা বিএনপির সভাপতির দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নেতৃবৃন্দের বিরুদ্ধে জামালপুর জেলা আওয়ামী লীগের করা মামলার জামিন শুনানিতে অংশ নিতে সেখানে গিয়েছেন তিনি।