Home স্বাস্থ্য সংবাদ ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, আক্রান্ত ২৪৬ জন
সেপ্টেম্বর ১০, ২০২৩

ফরিদপুরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু, আক্রান্ত ২৪৬ জন

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ২২ জুলাই থেকে আজ রোববার সকাল পর্যন্ত ডেঙ্গুতে জেলায় ১৮ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৭৩৯। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের পরিচালক মো. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

গতকাল বেলা তিনটার দিকে মারা গেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চিতার বাজার এলাকার মো. তৈয়বের স্ত্রী নাসরিন বেগম (২৫)। তিনি ওই দিনই বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আরেকজনের নাম মো. শামসুল (৩০)। তিনি ফরিদপুরের সালথার নকুলহাটি এলাকার মো. ইউনুসের ছেলে। তিনি শনিবার ৭টার দিকে হাসপাতালে ভর্তি হন এবং রাত সাড়ে ১০টার দিকে মারা যান।

ফরিদপুরে ২০ দিনের ব্যবধানে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

প্রতিদিনই সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, গত জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ৬ হাজার ৭৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৬ হাজার ১১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৬০১ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ২৬৭ এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৭৯ জন চিকিৎসাধীন। অন্য রোগীরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি মালিকানাধীন ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *