Home জেলা রাজনীতি সামনে নির্বাচন, সময় খারাপ: ওবায়দুল কাদের
সেপ্টেম্বর ৭, ২০২৩

সামনে নির্বাচন, সময় খারাপ: ওবায়দুল কাদের

সামনে জাতীয় সংসদ নির্বাচন। সময়টা খারাপ। এ সময় অশুভ শক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার বিকেলে রাজধানীর পলাশী চৌরাস্তায় কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই আশঙ্কার কথা বলেন।

এ সময় মন্ত্রী আগামী দুর্গাপূজায় হিন্দুধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সময়টা খারাপ। এবার আমি ভয় পাচ্ছি যে অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে এমন কোনো ঘটনা যদি ঘটায়, যেটা হিন্দুদের সাথে এবং প্রতিবেশী দেশ ভারতের সাথে আমাদের সম্পর্কের ফাটল ধরাতে পারে। রাজনৈতিক, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, দুর্বৃত্তরা—এ ধরনের ঘটনা ঘটাতে পারে। কাজেই এবার বেশি করে সতর্ক থাকতে হবে।’

মুসলমানসহ অন্য ধর্মাবলম্বীদের প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শারদীয় দুর্গোৎসবে হিন্দু ভাইবোনদের পাশে থাকবেন। সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপ, হিন্দুদের বাড়িঘর, মন্দির যাতে অশুভ শক্তি ক্ষতি করতে না পারে, সে জন্য সবাইকে আহ্বান করব। হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। তাদের জীবনের, সম্পদের, বাড়িঘরের, মন্দিরের, মণ্ডপের নিরাপত্তা দিতে হবে।’ তিনি উল্লেখ করেন,  ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। জনগণকেও সতর্ক থাকতে হবে। খুব স্পর্শকাতর সময়। তিন মাস পর জাতীয় নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে অশুভ শক্তির নানান খেলা আছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, গত নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে বিএনপি নির্বাচনের বিরুদ্ধে নিজেদের অশুভ তাণ্ডব চালিয়েছে। এবারও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ইউনূসকে ইস্যু করে মাঠে নামতে চায়। সেই খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইউনূসকে নিয়ে আবার এক-এগারোর অস্বাভাবিক সরকারের খেলায় মেতে উঠতে চায়।

সংখ্যালঘুদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এসব অশুভ শক্তিকে নিয়ে বিএনপি অশুভ খেলা খেলতে চায়। কাজেই অসাম্প্রদায়িক, মানবতাবাদ ও গণতন্ত্রে বিশ্বাসীদের সরকারের পাশে দাঁড়াতে হবে। এই সরকারকে টিকিয়ে রাখতে হবে।’

ওবায়দুল কাদের উপস্থিত লোকদের উদ্দেশে বলেন, ‘দেশে অসুরের আস্ফালন হচ্ছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে।’ তিনি বলেন, গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণ হয়েছে, শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে রাজনীতিতে সনাতন ধর্মের মানুষের আপন দ্বিতীয় কেউ নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় হিন্দু সম্প্রদায়ের ভাইবোনেরা নিরাপদে ছিলেন, নিরাপদে আছেন। এক বছর কুমিল্লাসহ কিছু স্থানে দু-তিনটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মণীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ বক্তব্য দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য হাজি মো. সেলিম উপস্থিত ছিলেন।
পরে ওবায়দুল কাদের ও শেখ ফজলে নূর তাপস জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *