Home শিক্ষা-ক্যাম্পাস কৃষিগুচ্ছের শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা প্রকাশ
সেপ্টেম্বর ৭, ২০২৩

কৃষিগুচ্ছের শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা প্রকাশ

কৃষিগুচ্ছের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)/ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রথম অটোমাইগ্রেশনের পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফল দেওয়া হয়েছে ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান)/ স্নাতক শ্রেণির কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকার স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি/ বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশিত হয়েছে।

থাইল্যান্ডে জিপিএ ২.৭৫ হলেই বৃত্তির আবেদন, থাকবে ভাতা–টিকিট–আবাসনের সুবিধা

চুলাভার্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপে আবেদনের জন্য বয়স ৩০ বছরের কম হতে হবে

অপেক্ষমাণ তালিকার মধ্যে যাঁরা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের ভর্তির প্রার্থিতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে অনলাইনে ফরমের নির্ধারিত স্থানে নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যেকোনো একটির মাধ্যমে ৯ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

সুইজারল্যান্ডের লুজন ইউনিভার্সিটিতে পড়াশোনা, মাসে ২ লাখ টাকার সঙ্গে অন্য সুবিধা

সুইজারল্যান্ডের লুজন ইউনিভার্সিটিতে পড়াশোনা, মাসে ২ লাখ টাকার সঙ্গে অন্য সুবিধা

আইডিবি অনার্স–মাস্টার্স–ডিপ্লোমা শেষ শিক্ষার্থীদের দেবে প্রশিক্ষণ, মিলবে হাতখরচ

আইডিবি অনার্স–মাস্টার্স–ডিপ্লোমা শেষ শিক্ষার্থীদের দেবে প্রশিক্ষণ, মিলবে হাতখরচ

নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে ওই আসন শূন্য ধরে দ্বিতীয়বার অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

অটোমাইগ্রেশন বন্ধ করতে চাইলে (acas.edu.bd) গিয়ে সাইন ইন করে প্রার্থী তা করতে পারবেন।

দ্বিতীয় অটোমাইগ্রেশনের পর শূন্য আসনের (যদি থাকে) জন্য দ্বিতীয়বার অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ডিগ্রি/ বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল ১৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *