Home রাজনীতি দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১২ শিশু উদ্ধার ট্যুরিস্ট পুলিশের
সেপ্টেম্বর ৬, ২০২৩

দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১২ শিশু উদ্ধার ট্যুরিস্ট পুলিশের

আজ বুধবার ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, পর্যটন এলাকায় দেশি-বিদেশিদের নিরাপত্তা ও সেবা দেওয়ার পাশাপাশি মানবিক কোনো বিষয়েও ট্যুরিস্ট পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করে। তারা অপরাধী চক্রের কবল থেকে মানুষ ও লুট হওয়া মালামালও উদ্ধার করছে। গত আগস্ট মাসে দেশের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ১২ শিশুকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এরা স্বজনদের সঙ্গে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল।

ট্যুরিস্ট পুলিশ দুটি মুঠোফোন ও একটি ক্যামেরাও উদ্ধার করেছে
ট্যুরিস্ট পুলিশ দুটি মুঠোফোন ও একটি ক্যামেরাও উদ্ধার করেছে,ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, গত আগস্ট মাসে ট্যুরিস্ট পুলিশ দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা উদ্ধার করেছে। আগস্টে উদ্ধার হওয়া শিশুরা হলো চট্টগ্রাম জেলার পতেঙ্গার গাজীউর রহমানের মেয়ে আফরোজা আনজুম (৬), বায়েজিদের ভাটিয়ারি ক্যান্টনমেন্ট এলাকার মামুন আহাম্মদের ছেলে সিফাত আল হাসান (৬), পতেঙ্গার কাটগড় এলাকার মমিনুর রহমানের ছেলে মাসরুর মেহরাজ (৩), মনসুরাবাদ ডাবল মুরিংয়ের আবদুল হালিমের মেয়ে তানিশা (৫), পাঁচলাইশ থানার শুলকবহর পাখির দোকান এলাকার রবিউল হোসেন জুয়েলের মেয়ে জান্নাত (৪), আগ্রাবাদের খায়রুল ইসলামের মেয়ে হাবীবা আক্তার (৪), বাগেরহাটের মোরেলগঞ্জ থানার জহিরুল ইসলামের ছেলে হাসান (৮), মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিপুল দাসের মেয়ে অন্তি দাস (৯), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুল্লাহ আল মামুনের ছেলে আবদুল্লাহ আল আরাফাত (৩), কক্সবাজারের রামু থানার শিবু ধরের মেয়ে অন্নপূর্ণা (৫) ও মো. জসীম উদ্দিনের মেয়ে মীম (৪) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আয়মন আলী (৫)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *