ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)’র অপিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন এর তত্বাবধানে এসআই(নিঃ) মোঃ কমল সরকার ও এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন আছিম বাজারস্থ মোঃ মাসুম শেখ (২৪) পিতা-মৃতঃ লোকমান আলী এর ভাড়াকৃত মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তা হইতে ০২ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় ০৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। আল আমিন (৩০), জন্মদাতা পিতা-মৃতঃ আব্দুল আলীম @ ছোট্টু মিয়া, সৎ পিতা-আমিনুল ইসলাম @ আমির মিয়া, মাতা-মোছাঃ জোবেদা বেগম @ রূপসী বেগম, সাং-কৌড়াতুলী, ২। মোঃ শাকিব মিয়া (২০), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোছাঃ সেলিনা খাতুন, সাং-কৌড়াতুলী পশ্চিমপাড়া, ৩। মোঃ রাহাত @ মোহন (৩০), পিতা-মৃতঃ আঃ খালেক, মাতা-মৃতঃ মোমেনা খাতুন, সাং-কৌড়াতুলী, সর্ব থানা-আখাউড়া, ৪। মোছাঃ জিয়াসমিন আক্তার (৩০), পিতা-মোঃ মজনু মিয়া, স্বামী-মৃতঃ তোরাব মিয়া, সাং-কাশিনগর উত্তরপাড়া, থানা-বিজয় নগর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়ীয়াদেরকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ০৩ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।