Home সারাদেশ “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”
সেপ্টেম্বর ৪, ২০২৩

“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি;
এই শ্লোগানকে সামনে রেখে অদ্য ০৪/০৯/২০২৩খ্রিঃ তারিখ মানিকছড়ি থানা কর্তৃক আয়োজিত  মানিকছড়ি থানার হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মুক্তা ধর পিপিএম(বার), পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা। ।পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন মাদক দেশ ও জাতির শত্রু তাই সর্বনাশা মাদক থেকে দূরে থাকতে তিনি সবাইকে আহ্বান জানান। ইভটিজিং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধ সম্পর্কে জনগণকে সচেতন করেন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব, রক্তিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, মানিকছড়ি থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জনাব, আব্দুর রাজ্জাক, স্থানীয় সকল ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *