Home জেলা রাজনীতি নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার বার্তা ছাত্রলীগের
সেপ্টেম্বর ২, ২০২৩

নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার বার্তা ছাত্রলীগের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার ঘোষণা দিলেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে এ বার্তা দেন ছাত্রলীগ নেতারা। নিজেদের শক্তির মহড়া দেখাতে ছাত্রলীগ এই ছাত্র সমাবেশ করেছে।

ছাত্রসমাবেশে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা শাখা থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমবেত হন। দুপুর ১২টার পর থেকে নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। মাথায় বিভিন্ন রঙের টুপি, ছাত্রলীগের ব্যান্ড, একরঙা টি-শার্ট ছিল তাঁদের পরনে। মিছিল, স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা।

ছাত্রলীগ আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাদ্দাম হোসেন বলেন, সন্ত্রাস–জঙ্গিবাদের রাজনীতি ছাত্রসমাজ সর্মথন করে না। স্মার্ট বাংলাদেশ কোনো দলীয় লক্ষ্য নয়। আজ স্মার্ট বাংলাদেশের পক্ষে রায় ঘোষণায় ছাত্রসমাজ জড়ো হয়েছে। আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করবে ছাত্রলীগ।

সারা দেশ থেকে অন্তত পাঁচ লাখ শিক্ষার্থী ছাত্র সমাবেশে যোগ দিয়েছেন বলে দাবি করেছে ছাত্রলীগ। ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠন বলছে, এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে দেশের ছাত্রসমাজ উচ্চারণ করেছে, ‘ওয়ানস অ্যাগেইন, শেখ হাসিনা।’

সারা দেশ থেকে আসা নেতা–কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের বিভিন্ন সড়কে বাস রেখে সেখান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে ঢোকেন। টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায়, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা শাখা থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। উদ্যানের প্রবেশমুখে বেশ ভিড়। উচ্চ শব্দে গানের সঙ্গে স্লোগান দিতে দেখা যায় তাদের।

বাংলাদেশের জাতীয় পতাকা ও বাংলাদেশ ছাত্রলীগের বিশাল পতাকা নিয়ে সমাবেশে এসেছেন চুয়াডাঙ্গা জেলা শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের এক নেতা গাজী ইমদাদুল হক বললেন, স্মরণকালের সবচেয়ে বড় ছাত্র সমাবেশে যোগ দিতে তাঁরা কয়েক হাজার নেতা-কর্মী ঢাকা এসেছেন।

মাথায় কমলা রঙের টুপি পরে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন এক দল ছাত্রলীগ নেতা-কর্মী। টুপির সামনে ওপরের অংশে ‘সাভার উপজেলা ছাত্রলীগ’ আর নিচে ‘আতিক’ লেখা। বেলা সোয়া দুইটার দিকে গুলিস্তান-ধামরাই পথে চলাচলকারী একটি বাস থেকে নামছিলেন এক দল নেতা-কর্মী। সবার মাথাতেই আকাশি–নীল রঙের টুপি। তাঁরা ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের নেতা-কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *