এ উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগ নেতা শাহরিয়ার হক সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসন ময়মনসিংহের সংসদ সদস্য মনিরা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম, ভাইস- চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।
দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে দুই হাজার দুস্থ্য ও সাধারণ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।