Home অপরাধ রাজবাড়ীতে মাদক ব্যবসায়ী আটক
আগস্ট ৩১, ২০২৩

রাজবাড়ীতে মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়িতে ৫ লাখ ৫০ হাজার টাকা মুল্যের
১৭৫ বোতল ফেন্সিডিল, ২ বোতল বিদেশী মদ ও একটি প্রাইভেটকার জব্দ সহ মোট ৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আহলাদিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদ ভিত্তিতে
ঢাকা খুলনা মহাসড়কের খানখানাপুর এলাকার একটি ইটের ভাটা সামনে থেকে তাদের আটক করা। এসময় তাদের সাথে থাকা প্রাইভেটকার গাড়িটির গতিরোধ করে তল্লাশি করলে দুইটি বড় বড় ব্যাগের মধ্যে ১৭৫ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশী মদ পাওয়া যায়। তারা যশোর ঝিকরগাছা এলাকা হইতে মাদক নিয়ে ঢাকার আশুলিয়া জামগড়া এলাকার দিকে যাচ্ছিল। উদ্ধার হওয়া মাদকের মুল্য আনুমানিক ৫ লাখ ৫০ হাজার টাকার বেশি।
আসামীরা,নুরুর নাহার (৪০), সাথি আক্তার (২৮), দেলোয়ারা বেগম (৪০), প্রাইভেটকার চালক আরিফ হোসেন (৩৫) এরা প্রত্যকেই ঢাকা জেলার আশুলিয়া থানার বাসিন্দা। পরে
আসামী বিরুদ্ধে আহলাদিপুর থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *