Home সারাদেশ রাজবাড়ীতে এলাকাবাসীর মাদকবিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা
আগস্ট ৩০, ২০২৩

রাজবাড়ীতে এলাকাবাসীর মাদকবিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা

  1. সোহেল রানা চৌধুরী: রাজবাড়ী জেলা সদরের খানখানাপুরে মাদকবিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টায় সদরের খানখানাপুর ৮নং ওয়ার্ডের চরধোপাখালী মকবুলের দোকান এলাকার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর আয়োজনে সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদৎ হোসেন, খানখানাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ সেলিম মুন্সি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আমীর আলী।
সভাটি সঞ্চালনা করেন, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ফরহাদ হোসেন নান্নু।
বক্তরা ও এলাকাবাসী জোর দাবী করে বলেন, এলাকায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীর সংখ্যা দিন দিন বাড়ছে। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা করে প্রশাসনের কাছে দিয়ে মাদক নিমূল করতে সবাই কে সচেতন হতে হবে।
প্রধান অতিথীর বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ ইফতেখারুজ্জামান বলেন, মাদক সহ সকল অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে। কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। সবাই কে একসাথে মিলে অপরাধ দমনে কাজ করতে হবে। পুলিশ জনগনের বন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *