সম্পর্ক ভাঙনের গুঞ্জন, যেভাবে জবাব দিলেন অর্জুন-মালাইকা
গত কয়েক দিন ধরেই বলিউডে ফিসফাস প্রেম ভেঙেছে অর্জুন-মালাইকার। ‘মাসাবা মাসাবা’ খ্যাত অভিনেত্রী ও সামাজিক যোগযোগমাধ্যম প্রভাবী কুশা কপিলার প্রেমে পড়ছেন বনিপুত্র। গুঞ্জন ছড়িয়ে পড়তেই বেজায় রেগে যান মালাইকা। এরপর অর্জুনের বাড়ির লোকদের তার ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দেন অভিনেত্রী।
আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন মালাইকা অরোরা। তার বছর দুয়েকের মধ্যেই প্রেম পড়েন অর্জুন আপুরের। ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেমে পড়া নিয়ে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি মালাইকাকে। এবার তাদের প্রেম ভাঙার খবর যেন ছড়িয়ে পড়ল দাবানলের মতো। জল্পনা চলছিলই। অবশেষে নিন্দুকদের মুখ বন্ধ করলেন তারকা যুগল।
তাদের প্রেম ভাঙার খবর থেকে মালাইকার কুশাকে ‘আনফলো’ করার খবরে যখন ছয়লাপ সেই সময় একসঙ্গে দেখা গেল তাদের।
রবিবার দুপুরে মালাইকার সঙ্গে মধ্যাহ্ন ভোজনে গেলেন অর্জুন। সাদা কো-অর্ড সেটে দেখা গেল অভিনেত্রীকে, কালো প্যান্ট, টি-শার্টে দেখা গেল অর্জুনকে। আলোকচিত্রীদের দেখে এদিন আর পোজ দেননি তারা। সটান গাড়িতে উঠে গেলেন অর্জুন-মালাইকা। তবে ততক্ষণে যা বার্তা দেওয়ার তা স্পষ্ট হয়ে গেছে। তারা যে একসঙ্গেই রয়েছেন সেটাই বুঝিয়ে দিলেন যুগল।