Home সারাদেশ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
আগস্ট ২৮, ২০২৩

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সালমান হুসাইন,  ভালুকা  প্রতিনিধি- ময়মনসিংহ।
গত শনিবারে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেহরাবাড়ী তালতলা এলাকায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনায় এক অটোরিকশা চালক মোঃ হেলাল উদ্দিন (২৭) এর মৃত্যু হয়েছে। নিহত হেলাল উদ্দিন শেরপুর শ্রীবর্দী উপজেলার চর হাবর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ময়মনসিংহ থেকে ঢাকা গামী একটি অজ্ঞাত হাইচ্ অটোরিকশাকে পিছনে ধাক্কা দিলে অটোরিকশা মহাসড়ক থেকে ছিটকে পড়ে ধুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক হেলাল উদ্দিন গুরুত্বর আহত হয়, স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *