Home সারাদেশ রামগড় চা বাগানে বজ্রপাতে আহত ৬ শ্রমিক হাসপাতালে
আগস্ট ২৮, ২০২৩

রামগড় চা বাগানে বজ্রপাতে আহত ৬ শ্রমিক হাসপাতালে

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: রামগড়ের পাশ্ববর্তী ভূজপুর থানাধীন ১ নম্বর বাগান বাজার ইউপির রামগড় চা বাগানে চা পাতা উত্তলনের সময় আকস্বিক বজ্রপাতে আহত হয়ে ৬ চা শ্রমিককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৮ আগষ্ট) বেলা দেড়টার সময় বাগানের ৩১নম্বর গেইটে হঠাৎ বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা চা শ্রমিকরা হলেন- রুমা (৩৫) স্বামী কুমদ,  অর্চনা (৩৮) স্বামী সুভাস, অঞ্জলী রানী (৩৫) স্বামী খোকন, সিপন (৩৫) পিতা বিষ্ণু, লতামনি (৩০) স্বামী সয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এর মধ্যে রীতা (৩৫) স্বামী  সুমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আহতদের সবাই রামগড় চা বাগানের শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *