Home সারাদেশ চোরাই যাওয়া ইজিবাইক’র ০৩টি ব্যাটারী উদ্ধারসহ ০১ আসামী গ্রেফতার
আগস্ট ২৮, ২০২৩

চোরাই যাওয়া ইজিবাইক’র ০৩টি ব্যাটারী উদ্ধারসহ ০১ আসামী গ্রেফতার

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও সহোযোগিতায় এবং খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তফিকুল আলম  ও খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্র থানার এসআই(নিরস্ত্র)/ সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২৫/০৮/২০২৩খ্রিঃ তারিখ ১৪.৪৫ ঘটিকার সময়  খাগড়াছড়ি সদর থানাধীন ০৪নং পেরাছড়া ইউপিস্থ ০৪ মাইল যৌথ খামার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া খাগড়াছড়ি থানার মামলা নং-১০, তাং-২৫/০৮/২০২৩ইং, ধারা- ৩৮০ পেনাল কোড এর চোরাই যাওয়া ইজিবাইক (টমটম) গাড়ীর ০৩ (তিন)টি ব্যাটারীসহ ০১ (এক) জন সন্দিগ্ধ  আসামীকে মামলা রজু হওয়ার ৩ ঘন্টার মধ্যে উদ্ধারসহ গ্রেফতার করেন। উক্ত ব্যাটারি  ০৩ টি  মূল্য অনুমান ৪৫,০০০/- (পয়তল্লিশ হাজার) টাকা। ইতোমধ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৫/০৮/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় এসআই (নিঃ) সুজন কুমার চক্রবর্তী, এসআই (নিঃ) মোঃ মামুন হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ খাগড়াছড়ি থানাধীন মধ্য শালবন এলাকায় জিআর-১৮৫/১৪, খাগড়াছড়ি সদর থানার মামলা নং-০৫, তারিখ-১৩/০৬/১৪ইং, ধারা-৩২৮/৪৫৭/৩৮০ পেনাল কোড এর সাজা পরোয়ানাভুক্ত আসামী-মোঃ মামুন হোসেন প্রকাশ মামুন (২২), পিতা-মোঃ নুরুন নবী প্রকাশ নুর নবী, সাং-মধ্যম শালবন, আনোয়ারা কমিশনারের বাড়ির পার্শ্বে), ০৬নং পৌর ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা ও উপজেলা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা’কে গ্রেফতার করেন।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার)   সামাজিক শৃঙ্খলা রক্ষা ও অপরাধ রোধে এমন বিশেষ অভিযান অব্যাহত রাখার জন্য অত্র জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ী ও ক্যাম্প কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *