চোরাই যাওয়া ইজিবাইক’র ০৩টি ব্যাটারী উদ্ধারসহ ০১ আসামী গ্রেফতার
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) এর প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও সহোযোগিতায় এবং খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তফিকুল আলম ও খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্র থানার এসআই(নিরস্ত্র)/ সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ২৫/০৮/২০২৩খ্রিঃ তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় খাগড়াছড়ি সদর থানাধীন ০৪নং পেরাছড়া ইউপিস্থ ০৪ মাইল যৌথ খামার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া খাগড়াছড়ি থানার মামলা নং-১০, তাং-২৫/০৮/২০২৩ইং, ধারা- ৩৮০ পেনাল কোড এর চোরাই যাওয়া ইজিবাইক (টমটম) গাড়ীর ০৩ (তিন)টি ব্যাটারীসহ ০১ (এক) জন সন্দিগ্ধ আসামীকে মামলা রজু হওয়ার ৩ ঘন্টার মধ্যে উদ্ধারসহ গ্রেফতার করেন। উক্ত ব্যাটারি ০৩ টি মূল্য অনুমান ৪৫,০০০/- (পয়তল্লিশ হাজার) টাকা। ইতোমধ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে গত ২৫/০৮/২০২৩খ্রিঃ তারিখ সকাল অনুমান ১১.০০ ঘটিকার সময় এসআই (নিঃ) সুজন কুমার চক্রবর্তী, এসআই (নিঃ) মোঃ মামুন হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ খাগড়াছড়ি থানাধীন মধ্য শালবন এলাকায় জিআর-১৮৫/১৪, খাগড়াছড়ি সদর থানার মামলা নং-০৫, তারিখ-১৩/০৬/১৪ইং, ধারা-৩২৮/৪৫৭/৩৮০ পেনাল কোড এর সাজা পরোয়ানাভুক্ত আসামী-মোঃ মামুন হোসেন প্রকাশ মামুন (২২), পিতা-মোঃ নুরুন নবী প্রকাশ নুর নবী, সাং-মধ্যম শালবন, আনোয়ারা কমিশনারের বাড়ির পার্শ্বে), ০৬নং পৌর ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা, থানা ও উপজেলা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা’কে গ্রেফতার করেন।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) সামাজিক শৃঙ্খলা রক্ষা ও অপরাধ রোধে এমন বিশেষ অভিযান অব্যাহত রাখার জন্য অত্র জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ী ও ক্যাম্প কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।