জবিতে হতে যাচ্ছে ম্যানেজমেন্ট ক্লাবের “পাপেট মাস্টার” সিজন-২
শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপমেন্ট এবং তাদের দক্ষতা বাড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাব “পাপেট মাস্টার ” সিজন -২ নামে কেস সলভিং প্রতিযোগিতা করতে যাচ্ছে।
শিক্ষার্থীদের কর্পোরেট সংস্কৃতির জটিলতা মোকাবেলা করতে, কৌশলগত চিন্তাবিদ এবং যোগ্য সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে আবির্ভূত হতে এবং দক্ষতা বিকাশকে উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাব।
প্রতিযোগিতায় তিনটি রাউন্ড রয়েছে এবং পুরস্কার হিসেবে সেরা ৩ টি দলের জন্য প্রাইজমানি ও ক্রেস্টের ব্যবস্থা করা হয়েছে । চ্যাম্পিয়ন দলের জন্য ৫০০০ টাকা প্রাইজ মানি,প্রথম রানার আপ দলের জন্য ৩০০০ টাকা এবং ২য় রানার আপ দল এর জন্য২০০০ টাকা প্রাইজ মানি রাখা হয়েছে। প্রত্যেক ফাইনালিস্ট একটি সার্টিফিকেট পাবেন এবং সমস্ত অংশগ্রহণকারী একটি ডিজিটাল প্রশংসাপত্র পাবেন।
রেজিষ্ট্রেশন চলবে ৩১ আগষ্ট ২০২৩ পর্যন্ত। রেজিষ্ট্রেশন ফি ২৫০ টাকা প্রতিটা টিম এর জন্য। প্রতিটা টিমে ২-৪ জন সদস্য নেওয়া যাবে। রেজিষ্ট্রেশন অনলাইন এবং অফলাইন দুই ভাবেই করা যাচ্ছে। অফলাইন বা সরাসরি রেজিষ্ট্রেশন এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর এ বুথ বসানো হয়েছে। অনলাইন রেজিষ্ট্রেশন এর লিংক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজম্যান্ট ক্লাবের পেজে পাওয়া যাচ্ছে।