জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর
তৌকির আহমেদ, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): আগামী ৩ সেপ্টেম্বর (রোববার) থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
শনিবার (২৬ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপতি এর মাধ্যমে বিষয়টি জানানো হয়
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।এই লক্ষ্য শিক্ষার্থীদের যথাসময়ে নিজ নিজ ইনিস্টিউট ও বিভাগে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়। ইনিস্টিটিউট ও বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দিবে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয় ২৩ জুলাই৷