Home নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বাগেরহাট-২ মোঃ মাসুমুল হককে ধানের শীষের প্রার্থী দেখতে চান দলীয় নেতাকর্মীরা
আগস্ট ২৫, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বাগেরহাট-২ মোঃ মাসুমুল হককে ধানের শীষের প্রার্থী দেখতে চান দলীয় নেতাকর্মীরা

বাগেরহাট প্রতিনিধি :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে স্থানীয় নেতাকর্মীদের পছন্দের তালিকায় রয়েছেন সুফিয়া আমজাদ ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাসুমুল হক। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুমুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বাগেরহাট জেলা সদরের রাজাপুর গ্রামের সম্ভান্ত মোল্লাবাড়ি পরিবারের সন্তান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ মাসুমুল হক ছাত্র জীবন থেকে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত। ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকাতে হলেও প্রতিনিয়ত তিনি বাগেরহাটে আসেন এবং জনসাধারণ ও দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ রাখেন। নেতাকর্মীদের বিপদে আপদে সার্বক্ষণিক পাশে থাকেন তিনি। দীর্ঘ বছর ধরে প্রতিটি উৎসবে বিপুল পরিমাণ খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। প্রাকৃতিক দুর্যোগেও সম্প্রসারিত করে দেন তার সাহায্যের হাত। সম্পূর্ণ বিনামূল্যে অনেক নেতাকর্মীকে প্রায় অর্ধশত সেমি পাকা বাড়ি নির্মাণ করে দিয়েছেন কেন্দ্রীয় এই যুবদল নেতা।
বাগেরহাট জেলা বিএনপির একাধিক নেতা কর্মী জানান, মাসুমুল হক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার মসজিদ মাদ্রাসায় ব্যাপক অনুদান প্রদান করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে সুফিয়া আমজাদ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন তিনি। এই সকল কার্যক্রম পরিচালিত হয় তারই বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত সুফিয়া আমজাদ ফাউন্ডেশনের মাধ্যমে। বাগেরহাট জেলা বিএনপি নেতাকর্মীদের অত্যন্ত কাছের একজন মানুষ তিনি। বাগেরহাটে একজন কর্মী বান্ধব নেতা হিসেবেই পরিচিত মোঃ মাসুমুল হক।
সদর উপজেলার বিএনপি নেতা কর্মীরা জানান, দীর্ঘ বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে। সাধ্যমত সে আমাদের পাশে দাঁড়িয়েছে। ঢাকার প্রোগামে কিংবা যেকোনো কাজে তার কাছে গেলে মাসুমুল হক বিভিন্নভাবে সহায়তা প্রদান করে। মিথ্যা মামলায় আইনি সহায়তা দিয়ে এলাকার নেতাকর্মীদের বাগেরহাটের আদালত ও হাইকোর্ট থেকে জামিন করিয়ে দেন। এলাকার নেতাকর্মীদের তার বাড়িতে ডেকে নিয়ে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা বাগেরহাট -২ আসন থেকে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে দেখতে চাই।
নেতাকর্মীরা আরো জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতাদের প্রতি আমাদের দাবী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাসুমুল হককে ধানের শীষের প্রতীক দিয়ে বাগেরহাট – ২ আসন থেকে মনোনয়ন দেওয়া হোক। বর্তমানে বাগেরহাট জেলা বিএনপি’র অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে সে একজন ক্লিন ইমেজের প্রার্থী। আশা করছি, মাসুমুল হক প্রার্থী হলে সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করবে। অত্যন্ত সাহসী সৎ, কর্মীবান্ধব এবং জিয়া পরিবারের প্রতি আস্থাশীল মাসুমুল হকের বিকল্প বর্তমান বাগেরহাট জেলা বিএনপিতে কোন প্রার্থী নাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকেই প্রার্থী করার জোর দাবি জানাচ্ছি।
মোঃ মাসুমুল হক বলেন, আমি ছাত্র অবস্থা থেকে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। দলের দূঃসময়ও সাধারন মানুষের পাশ থেকেও কখনো সরে যাইনি। যে কোন বিপদে ও দর্যোগপূর্ন মুহূর্তে নিজের স্বার্ধমত চেষ্টা করেছি মানুষের পাশে এসে দাড়ানোর। দলীয় নীতি নির্ধারকগন যদি আমাকে বাগেরহাট-২ আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনিত করে তাহলে স্বাধ্যমত চেষ্টা করব জনগনের যে চাওয়া তা পূরন করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *