Home নির্বাচন ১১ বছর আগের মামলায় জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেলসহ ৯৬ জনের বিচার শুরু
আগস্ট ২৩, ২০২৩

১১ বছর আগের মামলায় জামায়াতের আমির, সেক্রেটারি জেনারেলসহ ৯৬ জনের বিচার শুরু

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ছবি: সংগৃহীত

১১ বছর আগে রাজধানীর মতিঝিল থানায় করা নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ারসহ ৯৬ নেতা–কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ বুধবার এ আদেশ দেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

এপিপি হেমায়েত উদ্দিন খান আরও বলেন, অভিযোগ গঠনের আগে জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারি জেনারেলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ গঠনের সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *