Home অপরাধ পাবনা গনপূর্ত অফিস নিয়ন্ত্রন নিতে জেলা যুবলীগ নেতা শেখ লালুর মহড়া
আগস্ট ২২, ২০২৩

পাবনা গনপূর্ত অফিস নিয়ন্ত্রন নিতে জেলা যুবলীগ নেতা শেখ লালুর মহড়া

পাবনা গনপূর্ত অফিস নিয়ন্ত্রন নিতে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে জেলা যুবলীগ নেতার নেতৃত্বে মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে,অনুসন্ধানে জানা যায় পাবনা জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির বহিস্কৃত সদস্য ও বিতর্কিত ঠিকাদার শেখ লালুর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন যুবক

 

গত ২১—৮—২০২৩ তারিখে পাবনা গনপূর্ত অফিসে আসে এদের মধ্যে লালুর ভাই রাসেল,চাচাতো ভাই আলম ও চিহ্নিত সন্তাসী গাজী অন্যতম,তারা পাবনার গনপূর্তের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমানের কক্ষে প্রবেশ করে সামনে পাবনা গনপূর্তের সকল টেন্ডার তাদের ও তাদের মনোনীত ঠিকাদারদের কে দিতে হুমকি দেয়

এবং এর অন্যথা হলে দেখে নেবে বলে জানায়,এসময় যুবলীগ নেতা লালু ও তার সঙ্গীরা নির্বাহী প্রকৌশলী ও দফতরের কর্মরত কর্মচারীদের সঙ্গে দূব্যবহার করে,এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে,জানা যায় ২০২১ সালের ৬ই জুন যুবলীগ নেতা লালু ও তার সঙ্গীরা লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে পাবনা গনপূর্ত অফিসে মহড়া দেয়,যুগান্তর সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে এই সংক্রান্ত রির্পোট প্রকাশ হলে শেখ লালুর অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়,

 

লালু ও তার ভাইদের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে পাবনার বিভিন্ন সরকারি দপ্তরের কাজ নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে এছাড়া তাদের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগও রয়েছে৷পাবনা গনপূর্তের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমানের সাথে কথা বললে তিনি জানান আমি সকল ঘটনা আমার কতৃপক্ষকে জানিয়েছি এর বেশি কিছু বলবো না,এই ঘটনায় পাবনা গনপূর্ত অফিসের কর্মকর্তা—কর্মচারী ও সাধারন ঠিকাদারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *