রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে: মেদভেদেভ
সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হতে কয়েক দশক লেগে যেতে পারে। কারণ, এটি মস্কোর জন্য অস্তিত্বের লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আরটিতে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মেদভেদেভ লিখেছেন, ‘এটি করতে যদি কয়েক বছর কিংবা কয়েক দশকও লেগে যায়, তবে তা–ই হোক। আমাদের আর উপায় নেই। আমরা যদি তাঁদের শত্রুতাপূর্ণ রাজনৈতিক শাসনব্যবস্থাকে ধ্বংস করে না দিই, তাহলে পশ্চিমারা এক হয়ে রাশিয়াকে টুকরা টুকরা করে ফেলবে। আর তা আমাদের সর্বনাশ ডেকে আনবে, যা কারোরই কাম্য নয়।’
‘পশ্চিমা সমর্থন চিরদিন থাকবে না’
ইউক্রেনকে সতর্ক করে মেদভেদেভ বলেছেন, পশ্চিমা দেশগুলো যেভাবে একজোট হয়ে ইউক্রেনকে সহযোগিতা করছে, তা চিরদিন থাকবে না। নিজেদের স্বার্থে আঘাত লাগলে তারা সরে পড়বে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, তাদের জন্য (পশ্চিমা বিশ্ব) এটি এক অচেনা যুদ্ধ। যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা তাদের কাছে চেনা। যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের প্রতি পশ্চিমাদের কোনো সহানুভূতিই নেই। সুতরাং তারা কখনো নিজেদের স্বার্থের বাইরে গিয়ে কিছু করবে না।
পুতিনের পর পারমাণবিক বিপর্যয় নিয়ে সতর্ক করলেন মেদভেদেভ
মেদভেদেভের দাবি, পশ্চিমাদের কাছে এ যুদ্ধের অর্থ অন্যের জন্য লড়া যুদ্ধ। সুতরাং একদিন না একদিন এই যুদ্ধকে তাদের একঘেয়ে, বাড়তি খরচ এবং অপ্রাসঙ্গিক বলে মনে হবে। আর তাতে ধীরে ধীরে ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করে দেবে পশ্চিমারা।