গুইমারা থানা পুলিশের হাতে ১৭ কেজি গাঁজা সহ যুবক আটক
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
জেলার গুইমারাতে ১৭ কেজি গাঁজা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকালে গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব কর এর নির্দেশনায় এবং এসআই (নিঃ) জহিরুল ইসলাম সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাফছড়ি ইউপির জালিয়াপাড়া বাজারে ঢাকাগামী এস.আলম যাত্রীবাহি বাস তল্লাশি করে সাইফুল ইসলাম (৩০) কে গাঁজা সহ আটক করে।
পুলিশ জানায়, বিশেষ কায়দায় ঝাড়ুর ফুলের বান্ডিলের ভিতর বাধা অবস্থায় ১৭ কেজি গাজা উদ্ধার করা হয়। আসামী সাইফুল দীঘিনালা উপজেলার পূর্ব হাজাছড়ার বীর বাহু হেডম্যান পাড়া গ্রামের আমির হোসেনের সন্তান।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।