সীমান্ত সুরক্ষায় নিয়োজিত খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধীনস্থ এলাকায় অবৈধ পথে আসা বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করেছে বিওপিতে কর্মরত সদস্যরা।
শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় অবৈধ পথে আসা বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জাহানুর ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার ফেনী নদীর কুল নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ৫,১৫৩ পিস বিভিন্ন প্রকার ঔষধজব্দ করতে সক্ষম হয়|
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবু বকর সাইমুম জানান, সীমান্ত অপরাধ দমনে বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, সীমান্তে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।