শেখ হাসিনা বিহীন আপনি-আমি কেউই ভাল থাকবো না – মেয়র তালুকদার আব্দুল খালেক
এস এম সাইফুল ইসলাম কবির বাগেরহাট প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আজকের প্রধানমন্ত্রী থাকলে আপনি আমি ভাল থাকবো। শেখ হাসিনা বিহীন আপনি আমি কেউই ভাল থাকবোনা। অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, দেখবেন বিদেশীরা ঘুরাফেরা করছেন। শেখ হাসিনার জন্যই আজ দেশ ভাল আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চাঁদপাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় তিনি আরো বলেন, জিয়াউর রহমানের ইন্ধনে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল, আর সেই খুনিদের জিয়া আশ্রয়—প্রশয় দিয়ে দেশে এবং বিদেশে চাকুরীতে পদায়ণ করেছিলেন। জিয়ার ইন্ধনে বঙ্গবন্ধুকে খুন করার পর জিয়া উপ-সেনা প্রধান থেকে সেনা প্রধান হন। বঙ্গবন্ধুর খুনীদের বিচার খুনি জিয়া তো করেনইনি, এরপর খালেদা জিয়া ও হোসাইন মোহাম্মদ এরশাদও বিচার করেননি। এছাড়া রাজাকারদের কোন বিচারও করেনি তারা। আর ১৯৯৬সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর খুনীদের বিচার কার্যক্রম শুরু করেন। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকজনের ফাঁসি রায় কার্যকর হলেও এখনও আমেরিকাসহ বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর খুনীরা আত্মগোপনে রয়েছেন। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার দাবী বাকী খুনীদের দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হোক। তিনি আরো বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে ঋনী। কারণ শেখ হাসিনা প্রকল্প ও অর্থ দিয়ে মোংলা-রামপালের উন্নয়ন করেছেন। আজ মোংলায় ২৩ এলপিজি ফ্যাক্টরীসহ প্রায় অর্ধশত বড় বড় কলকারখানা গড়ে উঠেছে। মোংলা-রামপালে শতভাগ বিদ্যুৎতায়ন হয়েছে। ইপিজেড শেখ হাসিনা করেছেন, এরপর অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এসব কিছুই প্রধানমন্ত্রীর অবদান। তাই আসছে সংসদ নিবার্চনে শেখ হাসিনাকে পুনরায় জয়ী করে এ এলাকাসহ সারাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবাণ জানান। এই জাতীয় শোক সভার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, মিঠাখালী ইউপির সাবেক চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীসহ আওয়ামী লীগের বিভিন্ন পযার্য়ের নেতা-কমীর্রা।
আলোচনা সভা শেষে শহীদ বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলের রুহের মাগফিরত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।