মানিকছড়ি থানার বিশেষ অভিযানে ৫২পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ০১জন আসামী গ্রেফতার
তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর (পিপিএম বার)মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব এ, কে, এম কামরুজ্জামান মহোদয় ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম মহোদয় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ আওলাদ হোসেন সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ মানিকছড়ি থানাধীন ০৪নং তিনটহরী ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ তিনটহরী গুচ্ছগ্রাম সাকিনের আটকৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর বসতবাড়ির সামনে তিনটহরী শিবির টু কুমারীগামী পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করিয়া ৫২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ আইনের সংঘাতে জড়িত শিশু মোঃ সালাহ উদ্দিন রিয়াজ (১৭), ০২। মোঃ ফরহাদ হোসেন ছোটন (২০) দ্বয়কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে মানিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক যথাসময়ে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।