Home সারাদেশ জেলা পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার মুক্তা ধর
আগস্ট ১৮, ২০২৩

জেলা পুলিশ লাইন্স স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার মুক্তা ধর

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্স স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্স স্কুল পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে, তোমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রম, খেলাধূলা ও ধর্মীয় কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রাখতে আহবান জানান। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং দেশ প্রেমে বলিয়ান হয়ে স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে তৈরী করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করবে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
পুলিশ সুপার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত সুষ্ঠু, আধুনিক ও পদ্ধতিগত পাঠদান করতে অনুরোধ করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি শিক্ষকদের সাথে আলোচনা করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *