গোয়ালন্দে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
সোহেল রানা চৌধুরী,গোয়ালন্দ( রাজবাড়ী) থেকে। রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে রাজবাড়ীর গোয়েন্দা বিডি পুলিশ। আটককৃত মাদক কারবারি হলো গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল ডাঙ্গী পাড়া গ্রামের ছানোয়ার শেখের ছেলে সোহাগ(৩০), বৃহপ্রতিবার ১৭ আগষ্ট দুপুর ২ টার দিকে কেউটি ডাঙ্গী পাড়া থেকে ইয়াবাসহ আটক করছ