Home কৃষি ও প্রকৃতি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে আগরতলায় বৃক্ষরোপন
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে আগরতলায় বৃক্ষরোপন
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে বিশ্বব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে সবুজ পৃথিবীর উদ্যোগে আগরতলা নব প্রান্তিক অনাথ আশ্রম ত্রিপুরা, ভারতে বৃক্ষরোপণ করা হবে।ব্যবস্থাপনায় থাকবেন সবুজ পৃথিবী কালিহাতী শাখার সভাপতি বুলবুল হোসেন। কালিহাতী উপজেলার সভাপতি মোঃ বুলবুল হোসেন বলেন,সুপারি গাছের মতো উচ্চতা সম্পন্ন গাছ বজ্রপাত নিরোধে বেশ কার্যকর। প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। সবুজ পৃথিবীর উদ্যোগে সেটাই চেষ্টা করা হচ্ছে ইনশাআল্লাহ। , সারা বিশ্বের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য মানুষের ভাবনার অন্ত নেই। নিম একটি স্থানীয় গাছ, সারাদেশে বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে প্রচুর জন্মে। নিমগাছ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মায়ানমারের শুষ্ক বনাঞ্চলেও আছে। বহুমুখী ব্যবহার্য উদ্ভিদ প্রজাতির মধ্যে নিম অন্যতম। ছাল, আঠা, পাতা ও ফুলের আছে যথেষ্ট ভেষজগুণ। সন্ন্যাসীরা কৃচ্ছ্রসাধনের জন্য পাতা ও ফল খায়। বসন্তে কচি পাতা খুবই উপকারী। কফ-শ্লেষ্মা, ডায়াবেটিস, দৃষ্টিহীনতায় ও চোখে পিঁচুটি হলে নিমপাতা উপকারী। রাতকানা রোগে নিমফুল ভাজা খাওয়া ভাল। জ্বর, যকৃতের ব্যথা, বমি, অম্লরোগ, খোস-পাঁচড়া, জন্ডিস, খাদ্যাভাসে অরুচি, দাঁতের মাঢ়ীর ক্ষতে নিম মহৌষধ। নিমের দাঁতন অনেকে ব্যবহার করেন। নিম থেকে টুথপেস্টও তৈরি হয়। ক্ষতিকর কীটপতঙ্গ দমনের জন্য কীটনাশক হিসেবে নিম পাতা ব্যবহূত হয়। এ সময় যে সকল ব্যক্তিবর্গ ছিল উপস্থিত ছিলেন, বাংলা কবিতার মূল অ্যাডমিন কবি কবীর হুমায়ূন, কবি ফরিদ হাসান, কবি আফরিনা নাজনিন মিলি,কবি লতিফুর রহমান প্রামাণিক,কবি শেখ মোঃ খবির উদ্দিন, কবি জে আর এ্যাগ্নেস, কবি রুনা লায়লা,কবি আকুল শেখ,কবি স্বপন বিশ্বাস, কবি সৌমেন বন্দ্যোপাধ্যায়,কবি বিভূতি দাস,কবি মুকুল সরকার,কবি আর্যতীর্থ,কবি রূপক মুখার্জী, কবি যাদব চৌধুরী,কবি সুদীপ মুখার্জী, কবি চিত্তরঞ্জন সরকার, কবি মৌমিতা জানা, কবি উদয় চক্রবর্তী,কবি অনুরাধা চক্রবর্তী, কবি অভিজিৎ দাস, কবি সমীর প্রামাণিক, কবি অসিত কুমার রায়, কবি সঞ্জয় কর্মকার,কবি সোমদেব চট্টোপাধ্যায়,কবি আভা সরকার মন্ডল, কবি জন্টু দাস, কবি দিলীপ চট্টোপাধ্যায়, কবি বিশ্বজিৎ শাসমল, পরিশেষে বাংলা কবিতার ডটকম পক্ষ থেকে আশ্রমে আর্থিক অনুদান প্রদান করা হয়।